দেশের সব আদালতের ছুটি বাড়লো ৯ এপ্রিল পর্যন্ত

সময়: 8:18 pm - April 1, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

করোনাভাইরাসের সংক্রামণ মোকাবিলায় সুপ্রিম কোর্টসহ দেশের অধস্তন সব আদালতে আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সন্ধ‌্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবারের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস। ১২ এপ্রিল অফিস খুলবে।

মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর