করোনায় ইতালিতে মৃত বেড়ে ১৪ হাজার

আপডেট: April 3, 2020 |

করোনার ছোবলে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে পড়া ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার নয়শ ১৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টা মারা গেছে সাতশ ৬০ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বে সর্বাধিক মৃত্যু ঘটেছে ভূমধ্যসাগরীয় এ দেশটিতে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ইতালিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার দু’শ ৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ৬৬৮ জন রোগী শনাক্ত হয়েছ্।আক্রান্তদের মধ্যে ১৮ হাজার দু’শ ৭৮ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬৮ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮ হাজার ৬৩১ জন। এ ছাড়া চিকিৎসাধী অবস্থান আছেন ৭ লাখ ৩৭ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ৭ লাখ ৩১১ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩৭ হাজার রোগীর অবস্থা গুরুতর।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর