করোনাভাইরাসের কাছের মানুষকে হারালেন পেপ গার্দিওলা

আপডেট: April 7, 2020 |

করোনাভাইরাসের ধাক্কা এবার পেপ গার্দিওলার পরিবারে। মাতৃহারা হলেন ম্যাঞ্চেস্টার সিটির এই ম্যানেজার। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ওলার মা ডোলারেশ শারা ক্যারিও। ৮২ বছর বয়সে বার্সেলোনায় তিনি প্রয়াত হন।

কয়েকদিন আগেই করোনা মোকাবিলার জন্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা দান করেছিলেন পেপ। এবার সেই মরণ রোগই কেড়ে নিল গার্দিওলার সবচেয়ে কাছের মানুষটিকে। গার্দিওলার ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি টুইট করে শোক জ্ঞাপন করেছে।

পেপের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। টুইট করে তারা লিখেছে, ‘এই ভয়ানক সংবাদটি শুনে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে দুঃখ পেয়েছেন। আমাদের সমবেদনা।’

মারা যাওয়ার আগে পেপ ছাড়া আরও দুই মেয়ে ও এক ছেলে (পেরে গার্দিওলা, যিনি একজন ফুটবল এজেন্ট) রেখে গেছেন দোলোরস। জীবিত থাকাকালে অবশ্য ছেলে পেপের দারুণ সফলতা দেখতে পেয়েছেন তিনি। বিশেষ করে, বার্সেলোনার হয়ে এক বছরে ছয়টি শিরোপার অনন্য অর্জন। বার্সার পর বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতেও পেপের সফলতা দেখেছেন তিনি।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর