করোনায় মারা গেলেন কিংবদন্তি গায়ক ও গীতিকার জন প্রাইন

কিংবদন্তি গায়ক ও গীতিকার জন প্রাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। গতকাল মঙ্গলবার ৭ এপ্রিল মারা যান মার্কিন এই গায়ক। জীবদ্দশায়

তিনি মার্কিন শ্রমিকশ্রেণির জীবনের গল্প, তাদের হতাশা গানের মাধ্যমে তুলে ধরেছেন। সেই সঙ্গে তাদের উৎসাহ যুগিয়েছেন গানের মাধ্যমেই।

এর আগে গত ২০ মার্চ জনের স্ত্রী ফিওনা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার খতা জানান। তার ছয়দিন পর হাসপাতালে ভর্তি করতে হয় জন প্রাইনকে।

জনের পরিবার থেকে টুইটারে পোস্ট দিয়ে জানানো হয়েছিল, তার অবস্থা গুরুতর। ৩০ মার্চ ফিওনা জানান, তার স্বামীর অবস্থা সন্তোষজনক। তার মানেই এই নয় যে জন সেরে উঠেছে। তার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেন। এরপর ৭ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জন।

বৈশাখী নিউজবিসি