করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২১০৮!

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার একদিনে ২ হাজার ১০৮ জন মানুষ করোনায় মারা গেছেন।

জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংখ্যাক আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৯৯ জন মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯৩ জনের। এ পর্যন্ত ২৭ হাজার ৩১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বিশ্বে মৃতের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ছাঁড়িয়েছে। মৃতের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

করোনার জেরে যুক্তরাষ্ট্রে এখন কর্মহীন অন্তত ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ। নাগরিকদের জন্য ২ লক্ষ কোটি ডলারের উপরে আর্থিক ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প সরকার। গেল চারদিনে ৮ হাজার মানুষ মারা গেছে দেশটিতে। মর্গে দেহ রাখার জায়গা নেই। মরদেহ চাপা মাটি দেওয়ার জন্য খোড়া হচ্ছে গণকবর।

বৈশাখী নিউজবিসি