করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে

সময়: 12:28 pm - April 21, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩৩ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে ৪২ হাজার ৩৩৫ জন। আক্রান্ত হয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৩৭০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। রাজ্য গভর্নর এন্ড্রু কুয়োমো বলেছেন সোমবার একদিনে নতুন করে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে যা সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রে মৃত্যুর হিসাবে সবার ওপরে নিউইয়র্ক। সেখানে ১৮ হাজার ৯২৯ জনের প্রাণহানি হয়েছে। নিউজার্সিতে ৪ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির খবর পাওয়া গেছে মিশিগানে, ২ হাজার ৪৬৮ জনের। এপর্যন্ত পুরো দেশে করোনা থেকে সুস্থ হয়েছে ৭২ হাজার ৩৮৯ জন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর