যুক্তরাজ্যে মানবদেহে করোনার টিকা প্রয়োগের ফল জুনে

যুক্তরাজ্যে করোনাভাইরাসের টিকা মানুষের ওপর প্রয়োগের ফল জুন মাসেই জানা যাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ওষুধ বিভাগের প্রফেসর এবং যুক্তরাজ্য সরকারের করোনা টাস্কফোর্সের সদস্য স্যার জন বেল জানিয়েছেন, করোনার টিকা মানবদেহে প্রয়োগের ফল সামনের মাসের শুরুতেই জানা যাবে।

চলতি বছরের এপিল মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত কয়েকশ মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। জানা গেছে, শুরুতে অন্তত ১১১০ জনের শরীরে এই টিকা পরীক্ষা করে দেখা হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০ লাখ টিকা তৈরি করা সম্ভব হবে। যুক্তরাজ্য সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এলান পেন জানিয়েছেন, মুক্ত ও বিশুদ্ধ বাতাস এবং সূর্যালোক করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থার অন্যতম।সূত্র : আরব নিউজ

বৈশাখী নিউজএপি