করোনা পরবর্তী সময়ে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং বন্ধ হচ্ছে!

সময়: 11:30 pm - May 16, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

সিনেমার চিত্রনাট্যের সমর্থনেই অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজন হয়। সেই দৃশ্য ঘিরে বহু সময়েই আপত্তি তুলে সেন্সর বোর্ড। এবার সেন্সর নয়, কভিড-১৯ পরবর্তী পর্যায়ে শ্যুটিং করার ধরণ পাল্টে যেতে চলেছে।

গত ১১ মের ফিল্ম ডিভিশনের বৈঠকের পর এমনই তথ্য প্রকাশ্যে আসছে।

জানা গেছে, ১১ মে বিশ্বের ২০ দেশের ফিল্ম ডিভিশনের প্রতিনিধিরা একটি বৈঠকে বসেন। সেখানে স্থির হয় যে, করোনার আবহে পরবর্তী পর্যায়ের দুনিয়ায় শ্যুটিং এর ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হতে পারে শ্যুটিং ইউনিটকে।

সেক্ষেত্রে ঘনিষ্ঠ, অন্তরঙ্গ দৃশ্য ছবি থেকে বাদ যেতে পারে। এমন দৃশ্যের শ্যুটিং বন্ধ করার কথা ভাবছে ফিল্ম ডিভিশনগগুলি। কারণ, শ্যুটিং এর সময়ের ঘনিষ্ঠতায় যদি কভিড-১৯ ছড়ায় তাহলে বিপর্যয় বাড়তে পারে।

এছাড়া প্রতিদিনের শ্যুটিং এ প্রচুর দিন মজুর কাজ করেন, তাঁদের নিরাপত্তা সহ আউটডোর শ্যুটিং এর ক্ষেত্রের একাধিক নিরাপত্তার কথা ভেবে ফিল্ম ডিভিশনগুলি শ্যুটিং চালুর আগে একাধিক গাইডলাইন দিতে পারে বলে জানা গেছে ।

এক্ষেত্রে একজোট হয়েছে ভারত, ব্রিটেনসহ বিশ্বের ২০ টি দেশ। ফিল্মের শ্যুটিংকে কেন্দ্র করে বড় সিদ্ধান্তের পথে এগিয়ে যেতে পারে দেশগুলো। সূত্র : ওয়ান ইন্ডিয়া

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর