করোনায় কুমিল্লায় আক্রান্ত ৩৪ জন

কুমিল্লার মুরাদনগর উপজেলার এক গ্রামেই ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় মোট আক্রান্ত ৮০ জন এবং তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল আলম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নতুন করে একই গ্রামের পাঁচজনসহ ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ১২ জন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের ২৯ জন, রহিমপুর গ্রামের ১ জন, নবীপুর গ্রামের ১ জন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে ৫ জন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একইউপি সদস্যসহ ২ জন, মুরাদনগর সদর ইউনিয়নের মোহনা আবাসিক এলাকায় ১জন, একই ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে ৪ জন ও ধামঘর ইউনিয়নের ১ জনের করোনা শনাক্ত হয়।

বৈশাখী নিউজজেপা