করোনায় আক্রান্ত সমাজসেবা অধিদপ্তরের আটজন

করোনায় দেশের বিভিন্ন স্থানে দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অীধন সমাজসেবা অধিদপ্তর। মানুষের সেবায় নিয়োজিতদের মধ্যে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে দুঃস্থ মানুষের নিকট সেবা পৌঁছে দিতে গিয়ে এখন পর্যন্ত অধিদপ্তরের মোট আট কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, করোনা মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানসহ বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করছিলেন তারা।

আক্রান্ত আটজন হলেন, কক্সবাজার জেলার টেকনাফের উপজেলা সমাজসেবা অফিসার মো. সিরাজ উদ্দীন, হবিগঞ্জের লাখাইয়ের উপজেলা সমাজসেবা অফিসার আফজালুর রহমান, চট্টগ্রামের আনোয়ারার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মিজানুর রহমান, মুন্সিগঞ্জের ইউনিয়ন সমাজকর্মী শাহনাজ আক্তার, চট্টগ্রামের হাটহাজারীর ইউনিয়ন সমাজকর্মী পারভীন আক্তার, নোয়াখালীর বেগমগঞ্জের ইউনিয়ন সমাজকর্মী মো. গোলাম মাওলা, বগুড়া শিবগঞ্জের এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নার্স হিরন্ময় শর্মা ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আনিসুর রহমান।

বৈশাখী নিউজজেপা