চীনের উহানে ৯ মিলিয়ন মানুষেও মিলেনি করোনা

আপডেট: June 2, 2020 |

একসময় করোনার আঁতুড়ঘর হিসেবে চীনের উহানকে ধরা হলেও এখন এ শহরে একজনও আক্রান্ত নেই। উহান থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তার ভয়াল থাবায় বিপর্যস্ত সকল দেশ। অথচ উহানের ৯ মিলিয়নের বেশি মানুষকে কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা করা হলেও এই প্রথমবারের মতো কারো করোনা ধরা পড়েনি।

তবে চীনে নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ১৫ জন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ (এনএইচসি) জানিয়েছে, আক্রান্তদের মধ্যে পাঁচজন বাইরের দেশ থেকে আসা ব্যক্তি এবং ১০ জন চীনের নাগরিক।

চীনে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩ জন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২ জন এবং মারা গেছে চার হাজার ছয়শ ৩৪ জন।

এদিকে দেশটিতে করোনা উপসর্গহীন ৩৭১ জন শনাক্ত হয়েছেন। তবে তাদের মাধ্যমে অন্যরা আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়তে থাকার ফলে চীন সরকার গত মাসেই সিদ্ধান্ত নেয়, সে দেশের সকল নাগরিককে পরীক্ষা করে দেখার ব্যাপারে।

সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর