গাইবান্ধায় করোনা শনাক্ত নতুন আরও ৪ জনের

আপডেট: June 14, 2020 |

গাইবান্ধায় গতকাল শনিবার করোনা ভাইরাসে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।সিভিল সার্জন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার রিপোর্টে আরও ৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার পর্যন্ত গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা ছিল ১৪৭ জন। গত ২৪ ঘন্টায় আরও ৪ জন বেড়ে এখন জেলায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জন।

তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জন।এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৫৩ জন।

এরমধ্যে ৫ জন মারা গেছে। ১২২ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২৪ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় ৬২৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।এর মধ্যে সুন্দরগঞ্জে ৮৪, গোব্দিন্দগঞ্জে ২২৩, সদরে ১১২, ফুলছড়িতে ৩১, সাঘাটায় ১১, পলাশবাড়িতে ২৮ ও সাদুল্যাপুর উপজেলায় ১৩৫ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর