পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মিজানুর রহমান মিজান (২৫)। সে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়া ছেলে। তিনি পেশায় রাখাল।

স্থানীয়রা জানান, একদল রাখালসহ ক্রয় করা গরু আনতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সীমান্তের ৮৬২ মেইন পিলার হয়ে ভারতে প্রবেশ করেন মিজান। বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত হয়ে গরু নিয়ে ফিরলে বিএসএফ- ১৪০ ব্যাটালিয়নের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিজান।

পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত মিজানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বলেন, মিজানের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিজিবির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বৈশাখী নিউজজেপা