বার্সা ছাড়তে প্রস্তুত মেসি, জানাল স্প্যানিশ রেডিও

সময়: 11:07 am - July 3, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা ছেড়ে দিতে প্রস্তুত আর্জেন্টাইন সুপারস্টার ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হলেই বার্সা ছেড়ে দেবেন তিনি।

সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্তের পেছনে মেসির হাত ছিল, গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের জের ধরেই মেসি বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও কাদেনা সের।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সেলোনা কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত খবরে মেসির সংশ্লিষ্টতার কথা উঠে আসে। এরপরই বার্সা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এতে আরও বলা হয়, বার্সার সঙ্গে মেসির সর্বশেষ চুক্তি হয় ২০১৭ সালে। সম্প্রতি সেই চুক্তি নবায়ন করতে মেসি ও তার বাবার সঙ্গে আলোচনায় বসলে বেঁকে বসেন মেসি। আগামী ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হলে বার্সা ছেড়ে দেওয়ার আভাস দেন তিনি।

এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে বার্সা ছেড়ে সাবেক প্রিয় কোচ পেপ গার্দিওয়ালার সঙ্গে যোগ দিতে পারেন মেসি।

তবে পেপ গার্দিওয়ার মেয়াদও ম্যানসিটির সঙ্গে শেষ পর্যায়ে রয়েছে। তিনি নতুন করে ম্যানসিটির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর