তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১.৪৩ শতাংশ

সময়: 4:03 pm - July 27, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে মোট ২০টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১.৪৩ শতাংশ। সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গত তিন মাসের এ প্রতিবেদন তুলে ধরা হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানান।

তিনি জানান, তিন মাসে মন্ত্রিসভার বৈঠক হয়েছে মোট ৪টি। এসব বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৮টি। বাস্তবায়ন হয়েছে ২০টি, বাস্তবায়নাধীন রয়েছে ৮টি সিদ্ধান্ত।

সচিব জানান, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে অনুমোদিত নীতি কিংবা কর্মকৌশল ছিল না। অনুমোদিত চুক্তিও ছিল না। এসময় সংসদে মোট ৩টি আইন পাস হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে যুক্ত হন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর