গাজীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, ১০২ গ্রাম প্লাবিত

আপডেট: July 29, 2020 |

রাজধানীর পার্শ্ববতী জেলা গাজীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে কালিয়াকৈর উপজেলার ১০২টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, তুরাগ ও বংশী নদীর পানি বেড়েই চলেছে। ফলে, কালিয়াকৈর উপজেলার ১০২টি গ্রামে প্রবল বন্যা দেখা দিয়েছে। ডুবেছে নিম্নাঞ্চল। বিশেষ করে সুত্রাপুর, ঢালজোড়া ও শ্রীফলতলী ইউনিয়নের সবচেয়ে নাজুক অবস্থা। অনেক স্থানে গ্রামীণ হাট বাজারেও পানি উঠেছে।

এসব অঞ্চলের ফসল ও সবজিক্ষেত পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। বন্যার্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৮টি আশ্রায়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দেয়া হয়েছে কয়েকটি এলাকায় খাদ্য সহায়তা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর