ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আইসোলেশনে

আপডেট: August 4, 2020 |

প্রাণাঘাতী করোনা ভাইরাসের ছোবল পড়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার দেবের বাড়িতে। পরিবারের দুই সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিপ্লব দেব নিজেও এখন আইসোলেশনে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, তিনি কভিড-১৯ টেস্ট করিয়েছেন, দ্রুতই রিপোর্ট হাতে আসবে।

এক টুইট বার্তায় বিপ্লব দেব বলেন, ‘আমার পরিবারের দুজন কভিড-১৯ টেস্টে পজিটিভ। পরিবারের অন্য সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমিও কভিড-১৯ টেস্ট করিয়েছি, ফল এখনো হাতে পাইনি।’

তিনি আরও জানান, ‘এখন আমার বাড়িতে আমি সেলফ-আইসোলেশনে আছি। সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্যের জন্য আশীর্বাদ করবেন।’

উল্লেখ্য, বিজেপি নেতা বিপ্লব দেব বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলার সন্তান। কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানি দেবের একমাত্র ছেলে বিপ্লব কুমার দেব। মুক্তিযুদ্ধের সময় তার মা-বাবা ত্রিপুরা চলে যান। এরপর তারা সেখানেই স্থায়ী বাসিন্দা হয়ে যান।

২০১৮ সাল থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন বিপ্লব দেব।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর