বাংলাদেশ ছাত্রলীগের পশু কোরবানী গরীব দুস্থদের জন্য

সময়: 1:54 pm - August 4, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যরকমভাবে ঈদ উদযাপন করে।

উল্লেখ্য, ঈদুল আজহার দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহেনার নামে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ কোরবানী দেয়। কোরবানীর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, এতিমখানায় কোরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন হলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর