পুলিশ হেফাজতে ওসি প্রদীপ কুমার দাস

সময়: 2:43 pm - August 6, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

বাংলাদেশের কক্সবাজার জেলার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশের সূত্র বলছে, কক্সবাজার নেবার পরে তাকে সেখানকার পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হবে।

এরপর ওসি প্রদীপ কুমার দাশকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হতে পারে বলে পুলিশের সূত্রগুলো বলছে।

এর আগে বুধবার কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত সহ নয়জন পুলিশ সদস্যকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহত মেজর (অব.) সিনহা রাশেদের বোন শারমিন শাহরিয়ার।

মামলার তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে র‍্যাবকে।

এছাড়া গতকালই ওসি প্রদীপ কুমার দাসকে টেকনাফ থানা থেকে প্রত্যাহার করা হয়।

গত ১লা অগাস্ট টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ। এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর