বন্যা পরিস্থিতির উন্নতি

সময়: 2:56 pm - August 10, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের খবরে বলা হয়েছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরও বলা হয়, কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেশের ১০১টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে হ্রাস পেয়েছে ৮১টির, বৃদ্ধি পেয়েছে ১৮টির এবং এবং অপরিবর্তিত রয়েছে ২টি স্টেশনের। এছাড়া বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ৭টি নদীর এবং এর মধ্যে বিপদসীমার ওপরে রয়েছে ৮টি স্টেশন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, লরেরগড় ১৭০ মিলিমিটার এবং ডালিয়ায় ৪১ মিলিমিটার।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর