ইসরাইলের সঙ্গে সম্পর্কে নিরাপত্তাঝুঁকি কমবে না আমিরাতের: ইরান

আপডেট: August 25, 2020 |

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ বলেছেন, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা আগের চেয়ে মোটেও শক্তিশালী হবে না।

আরব আমিরাতের শাসকগোষ্ঠী এ ব্যাপারে ভুল ধারণার মধ্যে রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। খবর সিনহুয়া ও বিসনেস স্টেনডার্ডের।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ ফ্যাকাল্টির এক অনুষ্ঠানে জারিফ সোমবার এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত নিজের নিরাপত্তার জন্য ইসরাইলের ছায়াতলে আশ্রয় নিয়েছে অথচ ইসরাইল নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত গত ১৩ আগস্ট নিজেদের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এক সমঝোতায় উপনীত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এ সমঝোতায় পৌঁছে তেলআবিব ও আবুধাবি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর এ কথা উপলব্ধি করা উচিত, তারা বহিঃশক্তির কাছ থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

এ অঞ্চলের সব দেশ সম্মিলিতভাবেই নিজেদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে।

জারিফ বলেন, আপনার প্রতিবেশীর নিরাপত্তা না থাকলে আপনি কখনই নিরাপদ নন। আমাদের উপলব্ধি করতে হবে, আমরা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি কিন্তু পরস্পরকে দমিয়ে রাখা বা নিশ্চিহ্ন করে দেয়া সম্ভব নয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর