দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া

সময়: 1:05 pm - August 29, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে বেইজিং। যেসব প্রতিষ্ঠান চীনকে সামরিকায়নে অব্যাহত সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাঝেই এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর ভয়েস অব আমেরিকা’র।

একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, পিপলস লিবারেশন আর্মি চীনের মূল ভূখণ্ড থেকে হাইনান দ্বীপ ও প্যারাসেল দ্বীপাঞ্চলের মধ্যবর্তি জলসীমায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করে।

চীনের সামরিক বাহিনী সম্প্রতি এই জলসীমায় সামরিক মহড়া শুরু করেছে এবং এক তরফাভাবে অন্যান্য কয়েকটি দেশের দাবি করা বিশাল সামুদ্রিক জলসীমা বন্ধ করে দেয়। যদিও ভিয়েতনাম এই মহড়ার প্রতিবাদ জানিয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর