এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের মানববন্ধন

সময়: 4:21 pm - September 6, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমপিওভুক্ত ৩১৫টি বেসরকারি কলেজের নন-এমপিও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ(ওমানিশিপ)।

এ ছাড়া একই সময় খুলনা, লক্ষ্মীপুর সহ দেশের একাধিক জেলায়ও মানববন্ধন করেন বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।

মানবন্ধন শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি দেন বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।

রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করেছে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের নেতারা।

এ সময় জনবল কাঠামোতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবি জানান।

বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন মণ্ডল বলেন , আমাদের পুরো দেশে হিসেব করলে ৪ হাজারের মত শিক্ষক হতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। দেশের বেশিরভাগ কলেজ থেকে কোনও টাকাই দেওয়া হয় না। এসব প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন সেক্টরে কর্মে যোগদান করেছেন। অথচ শিক্ষকরা মানবেদন জীবন-যাপন করছেন।
সহ সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের মোঃ রেজাউল করিম, মিল্টন মণ্ডল, বিজন হাওলাদার সহ অনেক শিক্ষক নেতারা।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর