ইয়োশিহিদে সুগাই হলেন জাপানের প্রধানমন্ত্রী

সময়: 12:40 pm - September 16, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। আজ বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ তাকে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। অসুস্থতার কারণে শিনজো আবে পদত্যাগ করায় সুগার প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়।

আবের মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য রদবদল করতে পারেন সুগা। ৭১ বছর বয়সী সুগা দীর্ঘদিন আবের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আবেনোমিক্স, কাঠামোগত সংস্কারসহ কৌশলগত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সুগা।

এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন ইয়োশিহিদে সুগা।

নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে, ইয়োশিহিদে সুগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস।

৭১ বছর বয়সী সোগা পার্লামেন্টের সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন।
দায়িত্বগ্রহণের পর অতিসংক্রামক করোনাভাইরাসের মোকাবেলার পাশাপাশি তাকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তাকে।

মহামারীর কারণে দেশটির অর্থনীতিও বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর