আমিরাত-বাহরাইনের সঙ্গে চুক্তি, ইসরায়েলে বিক্ষোভ

আপডেট: September 17, 2020 |

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আন্তর্জাতিক মহলে। খোদ ইসরায়েলেও এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বহু ইসরায়েলি যেমন সন্তোষ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভও হয়েছে।সূত্র : আল-জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেরোটের ইয়েহুদা এলাকায় বিক্ষোভকারীরা দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উচিত ছিল গাজার সমস্যা মিটিয়ে ফেলা।

সেখানকার একজন বাসিন্দা বেন লউলু বলেন, যেসব দেশ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নেতানিয়াহু গেছেন তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে। তারা চুক্তি করলেন। কিন্তু গাজার ব্যাপারে কী করলেন?

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হলেও গতকাল বুধবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব পদক্ষেপ নিয়েও খোদ ইসরায়েলে প্রশ্ন উঠছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর