করোনা প্রতিরোধে ভেষজ ঔষধ পরীক্ষার প্রোটোকল অনুমোদন ডব্লিউএইচও’র

আপডেট: September 20, 2020 |

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা ভাইরাসের সম্ভাব্য চিকিৎসায় আফ্রিকান ভেষজ ঔষধ পরীক্ষার প্রোটোকল অনুমোদন দিয়েছে। মাস কয়েক আগে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আর্টেমিসিয়া নামক একটি ভেষজ উদ্ভিদ থেকে তৈরি পানীয় করোনা সারাতে সক্ষম দাবি করার প্রেক্ষাপটে শনিবার ডব্লিউএইচও এ অনুমোদন দিল। আর্টেমিসিয়া থেকে তৈরি ঔষধ ম্যালেরিয়া চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে।

ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ এবং আরো দুইটি সংস্থার সহকর্মীগণ কোভিড -১৯ চিকিৎসায় ভেষজ ঔষধের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা এবং এর পাশাপাশি পরীক্ষার জন্যে তথ্য ও সুরক্ষা নিরীক্ষণ বোর্ড প্রতিষ্ঠায় চার্টার এবং রেফারেন্সের শর্তার্দির অনুমোদন দেয়।

এ সময়ে বলা হয়, একটি নতুন ঔষধের নিরাপত্তা ও কার্যকারিতা সামগ্রিকভাবে মূল্যায়নে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ গুরুত্বপূর্ণ। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশান এন্ড দ্য আফ্রিকান ইউনিয়ন কমিশন ফর সোশ্যাল এফেয়ার্স এক যোগে কাজ করবে। (বাসস)

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর