ভারতে নতুন আক্রান্ত ৮০৪৭২, মৃত্যু ১১৭৯

সময়: 12:56 pm - September 30, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ১৭৯ জন মারা গেছেন। একই সময়ে ৮০ হাজার ৪৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯৭ হাজার ৪৯৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ২৫ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪২৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, কেরালা, বিহার, আসাম ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৬ হাজার ১৮১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৪৫৩ জন, কর্ণাটকে ৮ হাজার ৭৭৭ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৭৮০ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৭১৫ জন, দিল্লিতে ৫ হাজার ৩২০ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৮৯৯ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর