জনসমুদ্র সোনারগাঁও, টোকেন পাবেন ৪৫০ জন

সময়: 2:49 pm - October 4, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে ৪৫০ জনকে টোকেন দেওয়ার। শুক্রবার দুপুর থেকেই তার জন্য লাইন ধরেছেন ছুটিতে দেশে এসে করোনায় আটকেপড়া সৌদিপ্রবাসীরা। রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও পরিণত হয়েছে জনসমুদ্রে। এখন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁ সংলগ্ন সড়কে নেমে আসে প্রাবাসীরা। পরে টিকিট প্রত্যাশীরা সোনারগাঁ হোটেলের ফটক ভেঙে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে ঢুকে চলে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল মানুষের ভিড় ছিল এখানে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো হোটেলের চারপাশে হাজারো মানুষ জড়ো হয়ে আছেন। হোটেলের প্রবেশমুখ বন্ধ রয়েছে। টোকেনের দাবিতে বিক্ষোভ স্লোগান চলছে। পরিস্থিতি উত্তপ্ত।

পুলিশ বারবার বলছে, সৌদি এয়ারলাইন্সের গেটে প্রবাসীদের অবস্থান নিতে। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করছে না তারা।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, নতুন টোকেন বিতরণ করা হবে ৪ অক্টোবর। এ ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন সহস্রাধিক প্রবাসী। রোববার (৪ অক্টোবর) সকালে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ১২ থেকে ১৫ হাজার প্রবাসী।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর