ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লম্বা খেলোয়াড় পেসার মোহাম্মদ ইরফান

আপডেট: October 9, 2020 |

৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার পেসার মোহাম্মদ ইরফান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে মাঠ মাতিয়েছেন । ক্রিকেটের ইতিহাসে তিনিই সবচেয়ে লম্বা খেলোয়াড়। ইরফানের সেই রেকর্ড ভেঙে দিতে চান আরেক পাকিস্তানি মুদাসসির গুজ্জার। ২১ বছর বয়সী এই পেসারের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। পাকিস্তান সুপার লীগের দল লাহোর কালান্দার্সে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বৃটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী মুদাসসিসের বাবা মা মাঝারি গড়নের। তার বাবার উচ্চতা সাড়ে ৫ ফুট। মায়ের ৫ ফুট ৩ ইঞ্চি।

কিন্তু গ্রোথ হরমোনের অস্বাভাবিকতার কারণে হাইস্কুলের গণ্ডি পার হতে না হতেই ৭ ফুট ছাড়িয়ে যায় মুদাসসিরের উচ্চতা। মুদাসসির বলেন, ‘স্কুল ও আশপাশের এলাকায় আমিই ছিলাম সবচেয়ে লম্বা বালক। দশম শ্রেণিতে পড়ার সময়ই আমার উচ্চতা হয়ে যায় ৬ ফুট। এরপর যখন হাইস্কুলে ছিলাম, তখন ৭ ফুটের বেশি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আমার বাবা-মা। তারা বুঝতে পারছিলেন না কেন আমি এত লম্বা হচ্ছি। আমার ভাইবোনদের ছাড়িয়ে যাচ্ছি। এটা পরবর্তীতে আমার জন্য কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কিনা এ নিয়েও দুশ্চিন্তা করতেন তারা।’
ডাক্তার দেখানোর পর মুদাসসির জানতে পারেন হরমোন জনিত কারণে এমনটি হয়েছে। মুদাসসির বলেন, ‘আমার উচ্চতা ৭ ফুটের বেশি হবে কিনা সেটা অবশ্য বলেননি ডাক্তাররা। দেড় বছর আগে শেষবার যখন আমি উচ্চতা মেপেছিলাম তখন ছিল ৭ ফুট ৬ ইঞ্চি। এরপর আর শারীরিক বৃদ্ধি ঘটেনি আমার।’
বেশি লম্বা হওয়ায় নানা বিড়ম্বনাও পোহাতে হয় মুদাসসিরকে। তিনি বলেন, ‘আমার বাল্যকাল স্বাভাবিক ছিল। কিন্তু স্কুলের ছেলেরা এই সেই বলে আমাকে ক্ষেপাতো। স্কুলে যাওয়া-আসাতেও বিপত্তি। ঠিকমত বাসের সিটে বসতে পারতাম না। রিকশাতেও সমস্যা হতো। আমি খুব বেশি লম্বা হওয়ায় আমার পা আটকে যায় সবখানে। তাছাড়া আমার পায়ের মাপের জুতা পাওয়াও কঠিন। আমাকে অর্ডার দিয়ে জুতা ও কাপড়-চোপড় বানিয়ে নিতে হয়।’
এত অসুবিধার পরও লম্বা হওয়াটাকে নিজের জন্য আশীর্বাদই মনে করেন মুদাসসির। তিনি বলেন, ‘আমার উচ্চতা আমার জন্য আশীর্বাদ। আমি দ্রুত দৌড়াতে পারি, দ্রুততম বোলারও হতে পারবো। বোলার হওয়ার মিশন নিয়ে ৭ মাস আগে অনুশীলন শুরু করি। করোনা মহামারির কারণে আপাতত আমার অনুশীলন বন্ধ আছে। আশা করি, একদিন আমি হবো বিশ্বের সবচেয়ে লম্বা বোলার।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর