বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের আগাম পূর্বাভাস

সময়: 12:56 pm - October 9, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

বিশ্বব্যাংক করোনার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি সহ সামগ্রিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির পূর্বাভাস দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে । তাদের পূর্বাভাস সরকারের নির্ধারিত লক্ষ্যের ধারেকাছেও নেই। তারা বলছে, চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৬ শতাংশ।যদি ও করোনাকালেও সরকার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের বেশ উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করেছে। সরকার হয়তো মনে করছে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ২ শতাংশ।

বিশ্বব্যাংকের যুক্তি হলো, করোনার কারণে দেশে কর্মসংস্থান, রপ্তানি, প্রবাসী আয়সহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, করোনার পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারের গতি বেশ শ্লথ। তবে কিছুটা সুখবর হলো, আগামী ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শিফার ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে গত বুধবার টেলিফোনে এক সংবাদ সম্মেলন করেন । এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিকেরা অংশ নেন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর