করোনা পরীক্ষার নতুন কিট বানালেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা

সময়: 10:04 am - October 17, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

পাঁচ মিনিটেরও কম সময়ে করোনার পরীক্ষার রিপোর্ট দেবে, এমনই নতুন কিট তৈরি করে ফেললেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এয়ারপোর্ট বা বড় বড় কোম্পানিতে গণহারে করোনা পরীক্ষার জন্য এই কিটটি ব্যবহার করা যেতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা।

জানা গেছে, আগামী বছরের শুরু থেকে এই কিটের উৎপাদন শুরু হবে এবং ছয় মাসের মধ্যেই তা বাজারে চলে আসবে। বিজ্ঞানীরা বলছেন, শরীরে অন্য ভাইরাস থাকলেও খুব কম সময়ের মধ্যেই করোনাভাইরাসকে চিহ্নিত করবে এই কিটটি।

অক্সফোর্ডের পদার্থবিদ্যার অধ্যাপক অচিলিস কাপানিডিস বলেন, ‘এই কিটের সাহায্যে ‌খুব সহজ পদ্ধতিতেই করোনা পরীক্ষা সম্ভব। এবং খরচও কম।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর