চাকরি জাতীয়করন করার দাবিতে অবস্থান কর্মসূচি

 

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা চাকরি জাতীয়করন করার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ।

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন তারা।

এসময় তারা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ে আট মাস ধরে দু’টি আলাদা পদে একজন করে দায়িত্ব পালন করছেন তারা। স্কুল চলাকালীন দপ্তরি এবং স্কুলসময় শেষে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রহরীর কাজও করতে হয় তাদের।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের সুনির্দিষ্ট মতামত থাকার পরও উদাসীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বারবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়ার পরও, আশানুরূপ ফলাফল না আসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

 

বৈশাখী নিউজ/ফারজানা