বিশ্ব চ্যাম্পিয়ন হ্যামিল্টন এবার সবচেয়ে বেশি রেসিং জয়ের রেকর্ডে

সময়: 1:50 pm - October 26, 2020 | | পঠিত হয়েছে: 6 বার

ফর্মুলা ওয়ান রেস মানেই মাইকেল শুমাখারময় বলে সবাই জানত । কিন্তু বর্তমানে শুমাখারকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন হ্যামিল্টন এবার সবচেয়ে বেশি রেসিং জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি শুমাখারকে।

রোববার পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্সে শ্রেষ্ঠত্ব দেখিয়ে ফর্মুলা ওয়ানে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েন হ্যামিল্টন। ফর্মুলা ওয়ানে চলতি মৌসুমে এটা হ্যামিল্টনের অষ্টম জয়। এই নিয়ে ক্যারিয়ারে ৯২ বার জয় পেলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এতদিন ৯১টি জয় নিয়ে জার্মান রেসিং ড্রাইভার মাইকেল শুমাখারের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন তিনি।

পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স জেতার পথে মার্সিডিজ ড্রাইভার হ্যামিল্টন দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের ভালত্তেরি বোত্তাসের ২৫.৫৯২ সেকেন্ড আগেই নির্ধারতি মার্ক স্পর্শ করে চ্যাম্পিয়ন হন। এদিকে হ্যামিল্টন থেকে ৩৪.৫ সেকেন্ড কম নিয়ে তৃতীয় হন রেড বুলের বেলজিয়ান ড্রাইভার ম্যাক্স ভেরস্টাপেন।

এদিকে এই জয়ে একটি অতিরিক্ত পয়েন্টও পেয়েছেন হ্যামিল্টন। ফলে চ্যাম্পিয়নশিপ শিরোপা নিশ্চিতের পথে হ্যামিল্টনের। দ্বিতীয়স্থানে থাকা বোট্টাস থেকে ব্রিটিস রেসার হ্যামিল্টন এগিয়ে গেলেন ৭৭ পয়েন্টে। মৌসুমে বাকি পাঁচটি রেসে অতি নাটকীয় কিছু না হলে সপ্তমবারের মতো চ্যাম্পিয়নশিপ জিতে এ ক্ষেত্রেও শুমাখারের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর