অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিফাতের পরিবার

সময়: 9:39 am - October 27, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় নিহত রিফাতের পরিবার ও বরগুনাবাসীর দাবি দৃষ্টান্তমূলক শাস্তির। এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, ৬৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ নির্ধারণ করেন। চলতি বছরের ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৪ অক্টোবর বরগুনা শিশু আদালত এ মামমলার রায়ের দিন ধার্য করেন। মামলা ১৪ আসামির মধ্যে ৭ আসামির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬), আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেন, মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে আদালত তথ্য প্রমানের ভিত্তিতে যে দৃষ্টান্তমূলক রায় দিয়েছে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে আদালত দৃষ্টান্তমূলক রায় দিবেন। আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি হলেই আমার ছেলের আত্মা শান্তি পাবে।

রিফাতের মা ডেইজি বেগম বলেন, আমার ছেলের হত্যাকারী ১০ আসামির রায় দিয়েছে আদালত। আজকে আরো ১৪ আসামির রায় ঘোষণা করা হবে। আমি আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, খুব স্বল্প সময়ের মধ্যে রিফাত হত্যা মামলার ২৪ আসামির বিচারিক কার্যক্রম শেষ করেছে আদালত। এর আগে ৩০ সেপ্টেম্বর ১০ প্রাপ্ত বয়স্ক আসামির রায় দিয়েছে। আজ ১৪ অপ্রাপ্তবয়স্ক আসামির রায় ঘোষণা করবে আদালত। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই ধরনের অপকর্মে আর কোন কিশোর পা বাড়াবে না বলেও তিনি মনে করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর