রায়হান হত্যাকাণ্ডে আমি লজ্জিত : এসএমপি কমিশনার

সময়: 2:09 pm - October 28, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিশারুল আরিফ বলেছেন, ‘সিলেটে রায়হান হত্যাকাণ্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। যে অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত এ কারণে আমি লজ্জিত।’

তিনি বলেন, ‘এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মূল টার্গেট আসামিদের গ্রেফতার করা।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসএমপি কমিশনার বলেন, ‘রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তাদের দাবি মূল আসামিকে গ্রেফতার করা। পুলিশসহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের কঠোর নির্দেশনা আছে এ ঘটনায় সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার।’

তিনি আরও বলেন, ‘আমরা অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করব। এই এসাইনমেন্ট নিয়েই আমি সিলেটে এসেছি। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

এর আগে রাত সাড়ে ৭টায় বিমানযোগে তার নতুন কর্মস্থল সিলেটে পৌঁছান নবনিযুক্ত পুলিশ কমিশনার নিশারুল আরিফ। পরে তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে যান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর