বিদেশী মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রী গ্রেপ্তার

সময়: 12:57 pm - October 28, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার ইউএস ডলার ও আরব আমিরাতের মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বুধবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মো মুসা খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম নামের এই যাত্রীকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

সহকারী কমিশনার মো মুসা খান জানান, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের যাত্রী ছিলেন রফিকুল ইসলাম। তিনি বিমানে উঠার পূর্বমুহূর্তে এন এস আই’র সদস্যরা তাকে আটক করে তল্লাশি করেন। এই সময় তার কাছে সংযুক্ত ইউ এস এবং আরব আমিরাতের (ইউএই) এর ৪২ লাখ টাকা মূল্যের মুদ্রা পাওয়া যায়। পরে তার পাসপোর্ট জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেও প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে এন এস আই।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর