পাকিস্তানে ফ্রান্সের দূতাবাসগামী মিছিলে পুলিশের বাধা

আপডেট: October 31, 2020 |

পাকিস্তানে ফ্রান্সের দূতাবাসের দিকে একটি বিক্ষোভ মিছিল এগিয়ে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

গতকাল শুক্রবার ইসলামাবাদে মিছিলটি প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ বলছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিক্ষোভকারীরা অনুমোদিত স্থানে সমাবেশ করেছেন।

সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা.)-এর কার্টুন শিক্ষার্থীদের দেখান একজন শিক্ষক। এ ঘটনার জেরে ওই শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। সেই ঘটনার জেরে ফ্রান্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখাঁ ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দেওয়ার পর মুসলিম বিশ্বে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। সূত্র : রয়টার্স

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর