পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ

সময়: 5:18 pm - November 17, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা নিম্নমুখি থাকলেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও সামান্য বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৮ টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ টাকা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর