গত ১৭ বছরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা

সময়: 10:13 pm - November 22, 2020 | | পঠিত হয়েছে: 1 বার

দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৭ বছরে নভেম্বর মাসের শীতলতম দিন। গত তিন দিন ধরে টানা ১০ ডিগ্রির নিচে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রবিবার এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ায়, শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

দিল্লির আবহাওয়া অফিসের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানান, পশ্চিম হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে। ফলে দিল্লির তাপমাত্রার পারদ প্রতি দিনই নামছে। এই পরিস্থিতি আরো দু’এক দিন চললেও, পশ্চিমী ঝঞ্ঝার কারণে চার-পাঁচ দিনের মধ্যেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে বলেও জানিয়েছেন কুলদীপ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর