হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

সময়: 9:52 am - November 22, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪২ বছর।

হিমেলের ভগ্নিপতি মাহমুদ হাসান জানান, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও সেটা বাড়াতে পারেননি। হাসপাতালে আসার পর দুই বার হার্ট অ্যাটাক হয় হিমেলের। লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় অধ্যাপক হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর