মিরপুরের একাডেমিতে অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা

সময়: 6:26 pm - November 23, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

 

সাকিব আল হাসান জেমকন খুলনার অনুশীলন জার্সি গায়ে জড়িয়ে মিরপুরের একাডেমিতে আসলেন । মাথা ভর্তি এলোমেলো চুল। মুখে মাস্ক। নিজ তাঁবুতে এগিয়ে যাওয়ার পথে দেখা হয়ে যায় জাতীয় দলের সতীর্থ তামিম ইকবালের সঙ্গে। চলে মিনিট দুয়েকের আলাপ।

ব্যাগ-ব্যাট রেখে সাকিব প্রস্তুতি নেন অনুশীলনের। নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক ক্রিকেটে ফিরবেন তিনি। ম্যাচের আগের দিন সাকিবের বাঁধাধরা কিছু নিয়ম আছে। এই যেমন নেটে ব্যাটিং করেন হালকা মেজাজে। গুটি কয়েক পেস বোলারকে খেলেন। শুধু টাইমিংটাই মিলিয়ে নেন। স্পিনে স্লগ করার চেষ্টা চালান। বোলিং করেন সর্বোচ্চ ১৫-২০টি। ফিল্ডিংয়ে খুব জোর দেন না। ফিটনেস নিয়ে কাজ করেন খানিকটা। বাকিটা ম্যাচ নিয়ে আলোচনা। সোমবার সেই পুরোনো সাকিবের দেখা মিললো একাডেমি মাঠে। এতদিন ঘাম ঝরানো অনুশীলন করা বাঁহাতি অলরাউন্ডার বেশ ফুরফুরে। বোঝা যাচ্ছিল প্রস্তুতি পর্ব ভালোভাবে সেরে নিয়েছেন আগেই। এখন ম্যাচ খেলতেই মুখিয়ে আছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনই মাঠে নামছেন সাকিব। তার দল জেমকন খুলনার প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল।

সাকিবের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামীকালকের দিনটি কতটা বড়, বোঝা গেলো তামিমের কথায়। ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘আমি নিশ্চিত ওর (সাকিব আল হাসান) জন্য অনেক বড় দিন। এক বছর পর সে মাঠে ফিরছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মতো সামর্থ্যবান খেলোয়াড় ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’

তামিমের কণ্ঠে সুর মিলিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘সাকিবের ফেরা অবশ্যই বড় একটি বিষয়। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে নম্বর ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নম্বর ওয়ান খেলোয়াড়। এটা পুরো টুর্নামেন্টের জন্যই বড় একটা পাওয়া। তার সঙ্গে ও বিপক্ষে যে তরুণরা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয় এটা ভবিষ্যতেও খুব কাজে দেবে।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর