কঙ্গোতে সহিংসতায় ১৫ জনের প্রাণহানি

আপডেট: January 18, 2022 |

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সশস্ত্র গোষ্ঠির পৃথক হামলায় কমপক্ষে ১৫ জন মারা গেছে।

স্থানীয় তৃণমূল গোষ্ঠীগুলোর প্রতিনিধি এনগন্ডজোল আসানি জানিয়েছেন, ‘কোডেকো নামে একটি মিলিশিয়া গ্রুপ রোববার স্থানীয় মাবাঙ্গা গ্রামে ভাংচুর লুটপাট চালায় এবং চার নারীসহ ছয় জনকে হত্যা করে।’

আসানি বলেন, এ সময় আশেপাশে কঙ্গোর কোনো সেনা ছিল না।

একজন স্থানীয় প্রধান বলেন, আরো দক্ষিণে ইরুমু অঞ্চলে, কোডেকোর গ্রুপের এবং পেট্রিওটিক ও ইন্টিগ্রেশনিস্ট ফোর্স অব দ্য কঙ্গো (এফপিআইসি) সদস্যরা রোববার কোকোনয়াঙ্গি গ্রামে হামলা চালায়।

এলাকার একজন নেতা জোনাস লেমি জোরাবো বলেছেন, সেখানে ১১টি মৃতদেহ পাওয়া গেছে এবং আরো ১০ জন বেসামরিক লোক আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ কিভু সিকিউরিটি ট্র্যাকার বলেছে, কোকোনয়াঙ্গিতে নয়জন মারা গেছে। খবর এএফপি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর