লিড নিয়েছে শ্রীলঙ্কা

আপডেট: May 19, 2022 |

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দেওয়া লিড পরিশোধ করে উল্টো লিড নিয়েছে শ্রীলঙ্কা দল। পঞ্চম ও শেষ দিনের সকালে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী লঙ্কান দুই ব্যাটসম্যান দিমুথ করুনারতেœ আর কুশল মেন্ডিস।

টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে বাংলাদেশ দলের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ১ ঘণ্টার মতো ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে পেরেছে সফরকারীরা। এতে দিনের খেলা শেষে ২৯ রানের লিডে থাকে টাইগাররা।

সেই লিড পরিশোধ করে এবার শ্রীলঙ্কা দল নিজেরা লিড নিয়েছে। করুনারতেœ ১৮ রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামেন, তাকে সঙ্গ দিতে আসেন নতুন ব্যাটসম্যান মেন্ডিস। নিজেদের ওপর থেকে চাপ সরাতে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৮২ রান। ১৪ রানের লিড নিয়ে ব্যাট করছে তারা। যেখানে করুনারতেœ অপরাজিত আছেন ২৯ রানে, ২২ বলে ২৯ রানে ব্যাট করছেন মেন্ডিস।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর