অপরাধ- সুইট রায়

আপডেট: July 26, 2022 |
print news

অপরাধ শুধু মানুষকে যন্ত্রণা দেয়।
আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী শুধু কথা কয়।
দিশেহারা মানুষ ছুটে চলে দিক বিদিক।
সন্ত্রাস বাহিনী তার কর্মকাণ্ড বাড়িয়ে দেয় চারিদিক।

সাংবাদিক শুধু রিপোর্ট লিখে কাগজের পাতায়।
মানুষের জীবন ততক্ষনে নিভে যায় শূন্য খাতায়।
রাজনীতিবিদরা বুলি ছোড়ে আকাশের দিকে।
জীবনটা নিভে যায় ভালোবেসে দেশের খাতে।

মানুষটা পায় না শুধু বেঁচে থাকার সার্টিফিকেট।
ভুয়া কাগজে ভরে গেছে দেশের দলিল দস্তাবেজ।

Share Now

এই বিভাগের আরও খবর