খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনায় জবি ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট: August 16, 2025 |
inbound1252795343171971433
print news

তানিয়া শবনম ,জবি প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী ও শারীরিক সুস্থতা কামনায়দোয়া মাহফিল, হাফেজে কোরআনের মাঝে খাবার বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।

শুক্রবার (১৫ আগষ্ট) রাজধানীর ধোলাইখালের গোয়ালঘাট লেনে মাদ্রাসাতুল আশরাফ আল-ইসলামিয়ায় হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

inbound7077070221020638759

উপস্থিত আলোচকরা বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি , মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাযাত কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, আরাফাত রহমান কোকোর নাযাতসহ সমগ্র দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, বাংলাদেশ যার একমাত্র ঠিকানা, দেশের মানুষ যার শেষ আশ্রয়স্থল এমন মহীয়সী, ত্যাগী, দেশপ্রেমী, আমাদের মা ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে বার বার কারাবাসে তীব্র নির্যাতন আর একাকীত্বে তিনি আজ অসুস্থ।

৮০ তম জন্মবার্ষিকীতে আল্লাহ দেশনেত্রী বেগম জিয়াকে সুস্থতা দান করুন।

তিনি আরও বলেন, বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কত অত্যাচার, নির্যাতন সহ্য করে মা, মাটি, আত্মীয় স্বজন সর্বোপরি দেশ ছেড়ে আজ দূরদেশে অবস্থান করছেন। তিনি খুব অল্প সময়ে দেশে আসবেন ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাতসহ দেশবাসির কল্যান কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন সৌরভ, ফারুক রানা,আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, আবু তাহের, রবিন মিয়া শাওন, আব্দুলাহ আল মামুন, আহবায়ক সদস্য সজিব হাসান, মেহেদী হাসান সাগর, মিঠু আলী,মাসফিকুল ইসলাম রাইন, মনিরুজ্জামান মনির, , রুবায়েত রেদোয়ান চৌধুরী, আয়াতুল্লাহ আহাদ, তানভীর ইভান,
আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবু হুরায়রা,আশরাফুল ইসলাম, আরিফুজ্জামান টিংকু,তারেক রহমান, আব্দুল মালেক, শাহারুল ইসলাম, সাদি হাসান, রাহুল জামিলসহ আরও অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর