তিন দিনে বিশ্বভ্রমণ সেরে গিনেস বুকে আরবীয় মহিলা খাওলা-অল-রোমাইঠি

আপডেট: November 27, 2020 |

তিন দিনে বিশ্বভ্রমণ সেরে গিনেস বুকে নাম তুলে ফেললেন এক আরবীয় মহিলা। বুধবার গিনেস কর্তৃপক্ষ তাঁকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করল। এটা ঘোষিত হল ঘটনাচক্রে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে’-তেই!

খাওলা-অল-রোমাইঠি নামের সেই মহিলা মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ঘুরে ফেলেছেন সাতটি মহাদেশ! তাঁর এই ঝোড়ো সফর তিনি শেষ করেছেন সিডনিতে। অতিমারীতে বিশ্বের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে-আগেই তিনি এই সফরটি সেরে ফেলেছিলেন।

কী বলছেন খাওলা-অল-রোমাইঠি?

জানাচ্ছেন এই সোনার মেয়ে, ‘এটা খুব কঠিন একটি জার্নি ছিল। অত্যন্ত ধৈর্যের দরকার ছিল। বিশেষ করে এয়ারপোর্টগুলিতে। কেননা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। তা ছাড়া লাগাতার প্লেনজার্নিটাও খুব কঠিন।’

সফর-কালে কেমন লাগছিল তাঁর?

 

আইরোমাইঠি বলেন, ‘সত্যি বলতে কী, এমন নয় যে, বিষয়টা সব সময়ই আমি দারুণ উপভোগ করেছি। বরং আমি ভীষণ ভাবে বাড়ি ফিরতে চাইছিলাম। তবে আমি লক্ষ্য থেকে সরে আসিনি। আমার পরিবার ও বন্ধুবর্গও আমাকে এই সময়ে দারুণ সমর্থন জুগিয়েছে। আমি যাতে জার্নিটা শেষ করতে পারি, সেজন্য তাঁরা আমাকে সব সময়ে উৎসাহ জুগিয়েছেন।’

 

 

 

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর