ব্রাজিলে লাগামহীন করোনা, একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

আপডেট: March 27, 2021 |

ব্রাজিলে লাগামহীনভাবে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ৩ হাজার ৬শ’ মানুষ। এ নিয়ে ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে দেশটির মোট প্রাণহানি।

এই সময়ে ব্রাজিলে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৮২ হাজারের বেশি। এ নিয়ে মোট সংক্রমণ ১ কোটি ২৪ লাখ ৭ হাজার ছাড়িয়েছে।

এদিকে, শুধু ব্রাজিল নয়, প্রাণঘাতী করোনাভাইরাস ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বিশ্বজুড়ে। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে (শুক্রবার) মৃত্যু হয়েছে আরও ১ হাজার ২১৬ জনের। ৫ লাখ ৬১ হাজারের ওপর মোট মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত প্রায় ৭৪ হাজার। শুক্রবার ৬শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে স্পেন ও মেক্সিকোয়।

এছাড়া ইতালি ও পোল্যান্ডে মারা গেছে সাড়ে চারশ’র মতো মানুষ। বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ২৭ লাখ ৭৮ হাজার ৭৭০। মোট সংক্রমিত শনাক্ত হয়েছে ১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর