কবি হেলাল হাফিজের অবস্থা স্থিতিশীল। খাবারে তেমন রুচি নেই। চোখে সমস্যা হচ্ছে। উনার এলাকার (নেত্রকোনার আটপাড়া) এমপি অসীমকুমার উকিল আজ সিএমএইচে গিয়েছিলেন কবিকে দেখতে। কবির সংগে কথা বলে এসব তথ্য জানলাম।
কবি নানাবিধ জটিল রোগে ভুগছেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের গুরুতর সমস্যা রয়েছে। তিনি আশু রোগমুক্তির জন্যে দেশবাসীর দোয়া চেয়েছেন।
কবি হেলাল হাফিজের বয়স এখন ৭২ বছর। চিরকুমার এই কবি কিছুদিন বড় ভাইয়ের বাসায় থাকার পরে শাহবাগের এক হোটেলে থাকছিলেন। তার শারীরিক দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, কারো সহায়তা ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অবস্থার কথা জানতে পেরে কবিকে হাসপাতালে যেতে অনুরোধ করেন। আর ঢাকা সিএমএইচকে তার সুষ্ঠু চিকিৎসার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও আগ্রহে তাকে গত মঙ্গলবার সিএমএইচে ভর্তি করা হয়। ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয়েছিলো। পরদিন বুধবার রেজাল্ট আসে নেগেটিভ। ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসানের চিকিৎসাধীন কবি হেলাল হাফিজের সার্বিক চেক আপও করা হয়েছে বুধবার।
এরপর দুদিন ধরে কয়েক দফা রক্ত পরীক্ষা, চোখ, কান, এক্সরে, ইসিজি, সিটি স্ক্যানসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/