রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এক ছয়তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের এক ছয়তলা ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।
জানা গেছে, ছয় তলা ভবনটির ২য় তলায় ক্রেস্ট বা উপহারসামগ্রীর শোরুম রয়েছে। মূলত এই শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। যা ফ্লোরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এছাড়া ভবনের নিচতলায় বেসরকারি আনন্দ টেলিভিশনের অফিস।
তবে আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে না যাওয়ায় টেলিভিশনের সম্প্রচারে তেমন কোনো বিঘ্ন ঘটছে না বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/