পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে চীনা নাগরিকদের গাড়িবহর লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৭টার দিকে গওয়াদর বন্দরের ইস্ট বে সড়কে এ হামলার ঘটনা ঘটে।
গওয়াদর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত, প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী সক্রিয়।
শুক্রবারের হামলায় এক চীনা নাগরিক সামান্য আহত হয়েছেন বলে পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেছেন, ‘দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে।’
বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে নিয়েছে।
বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘বিএলএ চীনা প্রকৌশলীদের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।’
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় ৬০ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হিসেবে আরব সাগরে অবস্থিত গওয়াদর বন্দরের উন্নয়নে কাজ করছে বেইজিং।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার চীনা নাগরিকদের নিয়ে গাড়িবহরটি যে পথ দিয়ে যাচ্ছিল, তার কাছাকাছি একটি জেলেপাড়া থেকে এক অল্পবয়সী ছেলে দৌড়ে আসে এবং গাড়িবহরের ১৫ থেকে ২০ মিটার দূরে নিজেকে উড়িয়ে দেয়।
এ ঘটনায় আহত এক চীনা নাগরিককে দ্রুত কাছাকাছি গওয়াদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল।
জুলাইয়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়ায় একটি বাসে হামলার ঘটনা ৯ চীনা কর্মী ও দুই পাকিস্তানি সেনাসহ ১৩ জন নিহত হয়েছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/